Khoborerchokh logo

সরকারি নির্দেশনা অমান্য করায় দূরপাল্লার যাত্রী পরিবহনের বিরুদ্ধে ২২ টি মামলা 339 0

Khoborerchokh logo

সরকারি নির্দেশনা অমান্য করায় দূরপাল্লার যাত্রী পরিবহনের বিরুদ্ধে ২২ টি মামলা

আলমগীর কবীর:
১৮ মে ২০২১ ইং
মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে  ছেড়ে আসা  ঢাকামুখী বিভিন্ন ব্রান্ডের যাত্রী পরিবহন বাসের বিরুদ্ধে ২২ টি মামলা দেন সালনা হাইওয়ে  থানা রিজিওন,গাজীপুর ।সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর গোলাম ফারুক বলেন মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারি বিধি নিষেধ অমান্য করে সাস্থ্যবিধি লঙ্ঘন করে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী শ্যামলী পরিবহন,এস বি পরিবহন,মাহী পরিবহন,দাউদকান্দি, এক্সপ্রেস,সেলফি পরিবহন লিমিটেড সহ আরও অনেক যাত্রী পরিবহন। এছাড়া আরো অনেক পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

চলমান লকডাউনে হাইওয়ে পুলিশ সুপার গাজীপুর,আলী আহমদ খান এর নির্দেশক্রমে উত্তরবঙ্গের প্রবেশদার গাজীপুরের হাইওয়ে মহাসড়কে খাড়।জোড়া পাম্প নামক স্থানে চেক পোস্ট বসিয়ে অফিসার ইনচার্জ মীর গোলাম ফারুক এর সার্বিক তত্তাবধানে সঙ্গীয় ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা করেন। অফিসার ইনচার্জ  মীর গোলাম ফারুক এ প্রতিবেদককে বলেন সরকার নির্দেশিত লকডাউন এর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এ চেক পোস্ট চলমান থাকবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com